আমরা এত অকৃতজ্ঞ কেন
লিখেছেন লিখেছেন শফিউল আজম ০৪ জানুয়ারি, ২০১৬, ০৪:৩০:৩৭ বিকাল
আমরা এত অকৃতজ্ঞ কেন ? যে আল্লাহ আমাদের তা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার আদেশ পালন করতে এত অনীহা কেন ? মহান রাব্বুল আল আমীন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে এই দো'জাহান সৃষ্টি করেছেন তার সুন্নাহ ও আদর্শ মানতে এত দ্বিধা কেন ? কেন সুদ ঘুষ বেলাল্লাপানার প্রতি আমাদের এত আগ্রহ ? আমরা কেন পদে পদে ওয়াদা ভঙ্গ করছি ? আমরা কি নিষ্কলুষ মুসলিম ও এই দেশের সৎ নাগরিক হিসাবে নিজেদের প্রমাণ করতে পেরেছি ? আমরা রাষ্ট্রিয় কর দিতে গড়িমসি করি আমরা যাকাত দেওয়ার সময় নিজেকে দরিদ্র প্রমাণ করার চেষ্টা করি.. আজ (৪ঠা জানুয়ারী ২০১৬) ভোর ৫টা ০৬ মিনিটে ভূমিকম্পের কাপুনি দিয়ে মহান আল্লাহ আমাদের এটা বুঝাতে চেয়েছেন যে আমরা আল্লাহকে যতই ভূলে যাইনা কেন তিনি সর্বদা ও সর্বত্র বিরাজমান. আসুন এখনই তওবা করি একজন সৎ মুসলিম ও বাংলাদেশের সুনাগরিক হিসাবে নিজেকে প্রমান করি. আসুন ইসলামকে ভালবাসি, দেশকে ভালবাসি আর এতেই মুছে যাবে সকল সন্ত্রাস ঘৃনা ও ভেদাভেদ.. . আসুন ভিন্ন মত ও ভিন্ন ধর্মের মানুষের প্রতিও সহন শীল হই.. মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন. আমিন...
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি বিশ্বাস করি ভুমিকম্পটি ছিল আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। ৬.৮ মাত্রার ভুমিকম্পনে ক্ষয়-ক্ষতি তেমন হয়নি, আলহামদুলিল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন